গণপিটুনি দিয়ে ‘ডিবি’কে পুলিশে দিল জনতা!
ইমান২৪.কম: ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার সময় খোরশেদ আলম (৩২) নামে এক প্রতারককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বুধবার (০২ জুন) বিকেলের দিকে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের রাজারহাট বাজারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে খোরশেদ আলম বুধবার (২ জুন) বিকেলের দিকে রাজারহাট বাজারের সিরাজুল ইসলামের দোকানে গিয়ে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয় এবং জানায় পেছনে ম্যাজিস্ট্রেট আসছে।
এরপর ওই দোকানীর পণ্যের মান খারাপ বলে ৫০ হাজার টাকা জরিমানা করে। এ সময় সিরাজুল ইসলাম তার পা ধরে মাফ চেয়ে জরিমানা কমানোর জন্য কাকুতি মিনতি করতে থাকলে শেষ পর্যন্ত এক হাজার টাকা দেন। এছাড়া বাজারের নাসির উদ্দিন নামের অপর এক ব্যবসায়ীকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ৫০০ টাকা হাতিয়ে নেয়।
এরপর ওই প্রতারক বাজারের চৌমাথায় গিয়ে অটোরিকশায় চড়ে বসে। প্রশাসনের লোক অটোরিকশায় যাচ্ছে দেখে লোকজনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। এ অবস্থায় তারা খোরশেদ আলমকে আটক করে পরিচয়পত্র দেখতে চাইলে তা দেখাতে ব্যর্থ হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে সদর থানা পুলিশকে খবর দিয়ে ডেকে এনে তাকে সোপর্দ করে।