কাশ্মিরে স্বাধীনতাকামীদের গুলিতে নিহত বিজেপি নেতা
ইমান২৪.কম: কাশ্মিরে স্বাধীনতাকামীদের গুলিতে নিহত হয়েছেন বিজেপি কাউন্সিলর রাকেশ পন্ডিতা।
উপত্যকাটিতে বিজেপির কাজকর্মের বড় দায়িত্ব সামলাতেন তিনি। বিশেষকরে যুব সম্প্রদায়ের বিজেপিতে যোগদানের ব্যাপারে তার ভূমিকা ছিল।
বুধবার (২ জুন) কাশ্মীরের পুলওয়ামায় বিজেপির ওই নেতা নিহত হন।
পুলওয়ামা এলাকায় বিজেপির প্রচারের মুখ ছিলেন রাকেশ পন্ডিতা। বিজেপির কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্বও ছিল তার ওপর।