কানাডায় মুসলিম পরিবারের ৪ জনকে ট্রাক চাপা দিয়ে হত্যা

ইমান২৪.কম: কানাডায় পূর্বপরিকল্পিত ভাবে ট্রাক চাপা দিয়ে এক মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়েছে। সোমবার (৭ জুন) সন্ধ্যায় দেশটির ওন্টারিও প্রদেশের লন্ডন শহরে এ ঘটনা ঘটেছে। ঘটনায় আহত হয়েছেন ৯ বছর বয়সী এক শিশু।

গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ৭৪ ও ৪৪ বছর বয়সী ২ জন নারী ছিলেন। এছাড়া নিহত হোন ১৫ বছরের এক কিশোরীসহ ৪৬ বছরের এক ব্যক্তি।

রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষায় থাকা ওই পরিবারের সদস্যদের চাপা দেন নাথানিয়াল ভেল্টম্যান নামের ২০ বছর বয়সী এক যুবক।

পূর্বপরিকল্পিতভাবে তিনি এ হামলাটি চালিয়েছেন, যাকে বিদ্বেষমূলক অপরাধ হিসেবে দেখছেন অনেকে। হামলার পর ঘটনাস্থল থেকেই নাথানিয়ালকে আটক করেছে কানাডিয়ান পুলিশ। তবে হামলাকারী কোন হেইট গুপের সদস্য কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

পরে এক সংবাদ সম্মেলনে ওন্টারিও পুলিশ সুপার বলেন, হত্যার ধরন দেখে এটাকে হেইট ক্রাইম বলা যেতে পারে। তবে অভিযুক্তের সঙ্গে মুসলিম বিদ্বেষী কোনো দল জড়িত কি-না এখনো জানতে পারেনি বলে জানায় পুলিশ।

তবে হত্যাকারী ও ভুক্তভোগীদের মধ্যে আগে কোনো ধরনের যোগাযোগের সূত্র মেলেনি। নাথানিয়ালের শরীরে বর্মের মতো একটি আচ্ছাদন ছিল বলেও জানায় পুলিশ। তারা জানান, রবিবার কানাডার আবহাওয়া ছিল চমৎকার।

এর মাঝেই স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ৪০ মিনিটের দিকে হাইড পার্ক রোডের এ মুসলিম পরিবারের ওপর ট্রাক উঠিয়ে দেওয়া হয়। লন্ডনের মেয়র এড হোল্ডার এ ঘটনাকে লন্ডনবাসী ও মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা বলে উল্লেখ করেন।

এর শেকড়ে রয়েছ গভীর বিদ্বেষ। ‘আতঙ্কিত’ উল্লেখ করে টুইট বার্তায় ভুক্তভোগী পরিবারের পাশে আছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ ছাড়া নিজেদের শঙ্কা কথা তুলে ধরেছেন মুসলিম সম্প্রদায়ের নেতারা।

ফেসবুকে লাইক দিন