ট্রাম্পের সাথে কিম জং উনের বৈঠক বাতিলের হুমকি উত্তর কোরিয়ার
আগামি ১২ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বৈঠক হওয়ার কথা আছে। এখন তা হুমকির মুখো মুখি। উত্তর কোরিয়ার তরফ থেকে বলা হচ্ছে, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়টি পুনর্বিবেচনা করে দেখবেন।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চলমান যৌথ সামরিক মহড়ার জের ধরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বুধবারের শীর্ষ পর্যায়ের সংলাপ স্থগিত করেছে উত্তর কোরিয়ার কিম জং উন। পিয়ংইয়ংয়ের তরফ থেকে বলা হয়েছে, এই সামরিক মহড়া কোরীয় উপদ্বীপে দুই কোরিয়ার উষ্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ।
সম্প্রতি উত্তর কোরিয়ার তরফ থেকে এক ঘোষণায় জানানো হয়েছিলো তারা তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করে দেবে। কিন্তু তারপরেই দক্ষিণ কোরিয়া...