1. মুল পাতা
  2. ট্যাগ

ট্যাগ এর ফলাফলঃ “হাশরের ময়দান”

যেনে নিন, হাশরের ময়দানে যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতেই হবে হাশরের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে এগোনো যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রা থেকে বর্ণিত নবী সা বলেছেন, কেয়ামতের দিন যখন আল্লাহর দরবারে সবাই হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, মানুষ পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে নিজের জায়গা থেকে সরতে পারবে না। সেই পাঁচটি প্রশ্ন হলো, (১) জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোন কাজে সে জীবন ব্যায় করেছে? (২) যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোন কাজ করে তার যৌবন অতিবাহিত হয়েছে? (৩) ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কী ভাবে সে সম্পদ উপার্জন করেছে? (৪) সেই সম্পদ কোথায় ব্যায় করেছে? (৫) যা জানতো তার উপর কতটুকু আমল করেছে? সূত্র: সুনানে তিরমিযি...
  • 13 April, 2018
  • 1.9K Views
  • ফেসবুকে লাইক দিন