1. মুল পাতা
  2. ট্যাগ

ট্যাগ এর ফলাফলঃ “মুসল্লিদের ওপর হামলা”

বাইতুল মুকাদ্দাস ও ক্বুব্বাতুস সাখরা’র নামাজের স্থান বন্ধ করে দিলো ইহুদিবাদী ইসরাইল শুক্রবার জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এক প্রত্যক্ষদর্শী জানান, নামাজ পড়তে বাঁধা দিতে ইসরাইলি বাহিনী মসজিদে ঢুকে এর সবগুলো ফটক জোরপূর্বক বন্ধ করে দেয়। আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরাইলি হামলা ফিলিস্তিনের একজন সরকারি কর্মকর্তা বলেন, এ সময় মুসল্লিদের সাথে ইসরাইলি বাহিনী সংঘর্ষ সৃষ্টি হলে তাদের হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি আহন হন। জেরুজালেমের জর্দানভিত্তিক সাহায্য সংস্থার এক মুখপাত্র ফিরাস আল-দিবাস বলেন, এদিন ৬০ জনের মত ইসরাইলি সৈন্য মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর চড়াও হয়। এসময় তারা মুসল্লিদের ওপর টিয়ারগ্যাস ও অচেতন করার গ্রেনেড নিক্ষেপ করে। ইসরাইলি হামলায় মসজিদের ৩...
  • 28 July, 2018
  • 3.3K Views
  • ফেসবুকে লাইক দিন