1. মুল পাতা
  2. ট্যাগ

ট্যাগ এর ফলাফলঃ “নীতু”

ক্রমেই বুড়ো হয়ে যাচ্ছে ১১ বছরের নীতু ! হবিগঞ্জে ২০০৭ সালে নীতুর জন্ম হয়। নীতু আক্তারের বয়স মাত্র এগারো। তবে তাকে দেখলে মনে হবে ৬০ বছরের বৃদ্ধা। মুখ, শরীরের চামড়া কুঁচকানো, মাথাতেও কোন চুল নেই। বয়স মাত্র ১১ হলেও নীতুর শরীরে পড়ছে বয়সের ছাপ। বিরল প্রজেরিয়া রোগে আক্রান্ত নীতু ক্রমেই বুড়ো হয়ে যাচ্ছে। চিকিৎসকদের হিসাবে, তার আয়ু আছে আর মাত্র কয়েক বছর। নীতুর বাবা কামরুল ইসলাম বলেন, তিন মাস বয়স থেকেই তার শরীরের চামড়া শক্ত হয়ে যেতে শুরু করে। তখন স্থানীয় চিকিৎসকদের দেখানো হয়। তারা নানা ওষুধও দিলেও রোগটি ঠিকভাবে কেউ ধরতে পারেন নি। পাঁচ বছর বয়সের সময় ঢাকার চিকিৎসকরা জানান, নীতু বিরল প্রজেরিয়া রোগে আক্রান্ত। চিকিৎসকরা এও বলেন, এ ধরণের রোগীদের...
  • 3 May, 2018
  • 1.5K Views
  • ফেসবুকে লাইক দিন