ভারতে প্রকাশ্যে নামাজ বন্ধের হুমকি দিল হিন্দু সংগঠন
পুরানা দিল্লিতে গত সোমবার সন্ধ্যায় মুসলিমদের প্রকাশ্যে নামাজের বিরুদ্ধে রাস্তায় নেমেছে বেশ কয়েকটি হিন্দু সংগঠন। সংযুক্ত হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে অনুষ্ঠিত এই পদযাত্রায় দাবি তোলা হয়, প্রকাশ্যে মুসলিমদের নামাজ পড়া বন্ধ করে দেয়া হোক। এই একই আবেদন করে চিঠি দেওয়া হল মুখ্যমন্ত্রীর কাছেও।
উল্লেখ্য, গুরুগ্রামের সেক্টর ৫৩ এলাকায় গত বছরের ২০ অক্টোবর খালি পড়ে থাকা জমিতে কিছু মুসলমান নামাজ পড়ছিলেন। সেসময় ৬ জন হিন্দু তাঁদের নামাজের সময় হল্লা করে এবং সেখান থেকে চলে যেতে বলে।সেই সকল লোকেরা ‘জয় শ্রী রাম’ এবং ‘রাধে রাধে’ স্লোগান দেয়। পরে ঘটনার ভিডিও ভাইরাল হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ।
সোমবারের বিক্ষোভ মিছিল থেকে অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের...