মুসলমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: চরমোনাই পীর
ইমান২৪কম: ইসলাম, দেশ ও মুসলমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। গতকাল বিকেলে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশের রাষ্ট্রীয় সুনাম ক্ষুণ্ণকারী বক্তব্য দিয়েছে। বাংলাদেশে মুসলিম মৌলবাদীরা হিন্দুদের জায়গাজমি দখল ও ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে মর্মে দেয়া মিথ্যা বক্তব্যে ৯২ ভাগ মুসলমানকে ব্যথিত ও মর্মাহত করেছে।
চরমোনাই পীর বলেন, মুসলমানরা অন্য কোন ধর্মের উপর আক্রমন কোন সময় করার ইতিহাস নেই। কাজেই মুসলমানদের বিরুদ্ধে এধরণে ষড়যন্ত্র ও চক্রান্ত...