এবার বাস্তব হবার পথে উড়ন্ত গাড়ির স্বপ্ন ! !
উড়ন্ত গাড়ি বাজারে ছেড়েছে একটি ডাচ কোম্পানি। এই প্রথমবারের মতো কোনো কোম্পানি উড়ন্ত গাড়ি বাজারে ছারলো।
এই কোম্পনি জেনেভা মোটর শোতে প্যাল-ভি নামের তাদের তৈরি তিন চাকার গাড়ি কাম-হেলিকপ্টার প্রদর্শন করেছে।
গাড়ির মাথার ওপর হেলিকপ্টারের মতো পাখা রয়েছে যা ভাঁজ করে রাখা যায়। পেছনের দিকে রয়েছে আরো একটি প্রপেলার।
মাটির ওপর গাড়ি হিসেবে চলার সময় এই যানটির সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ৯৯ মাইল আর ওড়ার সময় সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ১১২ মাইল। গাড়িটির নাম দেয়া হয়েছে ‘লিবার্টি’।
সূত্রঃ ইন্টারনেট...