তাবলীগের চলমান সংকট নিরশনে ওলামাদের প্রতি ৪ আবেদন
আজ রাজধানীর সদরঘাটে বাহাদুর শাহ পার্কে তাবলীগের চলমান সঙ্কট নিরসনে উলামা জোড় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আল্লামা আশরাফ আলী ওলামায়ে কেরামের উদ্দেশে এই চলমান সংকট নিরশনে চারটি গুরুত্বপূর্ণ আবেদন পেশ করেছেন।
আবেদন চারটি হলো –
এক মাওলানা সাদের আপত্তিকর সব বক্তব্য এবং মতবাদ সবার জানতে হবে। যারা জানেন না তাদেরও জানাতে হবে এবং মানুষকে বোঝাতে হবে। আপত্তিকর বিষয়গুলো সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তুলতে হবে।
দুই তাবলিগের সঙ্গে আলেমদের আগের চাইতে দশগুণ বেশি সম্পৃক্ততা বাড়াতে হবে। কয়েকগুণ বেশি সময় ব্যয় করতে হবে।
তিন সংকট নিরসনের জন্য বাংলাদেশের তাবলিগের মারকাজ কাকরাইল মসজিদকে মুফসিদিনমুক্ত করতে হবে।
চার দাওয়াত ও তাবলিগের কাজকে ওলামায়ে কেরামের নেতৃত্বে নিয়ে আসতে হবে।
এসময়...