দ্বিতীয় বিয়ে করলেই ভাতা দেয়ার ঘোষনাঃ আমিরাত সরকার
সংযুক্ত আমিরাতের সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে পুরুষেরা একের অধিক বিয়ে করলেই সরকারি ভাতা পাবে। দেশে অবিবাহিত নারীর সংখ্যা কমাতে এই অভিনব পন্থা গ্রহন করেছে সংযুক্ত আমিরাত সরকার।
আমিরাতের অবকাঠামো উন্নয়নমন্ত্রী ড আব্দুল্লাহ বেলহেফ নুমানি জাতীয় কাউন্সিলের এক সভায় এ ঘোষণা দেনঃ এখন থেকে সংযুক্ত আমিরাতের যেসকল পুরুষ দু’জন নারীকে বিবাহ করবে তাদের বাসস্থানের জন্য আমিরাত সরকার তাদেরকে বিশেষ ভাতা দিবে।
উন্নয়নমন্ত্রী ড আব্দুল্লাহ বেলহেফ নুমানি আরও বলেন, দ্বিতীয় স্ত্রীর জন্য প্রথম স্ত্রীর ন্যায় ভরণ-পোষণের ব্যবস্থা করা হবে। প্রথম স্ত্রীর ঘরের সাথেই দ্বিতীয় স্ত্রীর ঘর নির্মাণ করা হবে। একের অধিক বিয়ে করলেই এ ভাতা পাবে পুরুষ।
কাউন্সিলের সদস্যরা বলেছেন, ঘর তৈরীর জন্য প্রদত্ত...