আফগানিস্থানে আইএস’র আত্মঘাতি হামলা: নিহত ৬৩
ঈমান টোয়েন্টিফোর ডটকম | নিজস্ব প্রতিবেদন: গতকাল রোববার দেশটির রাজধানী কাবুলের একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে ওই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে এতে একশ’র ও অধিক আহত এবং ৬৩জন নিহত হয়। এর সঙ্খা আরো বাড়তে পারে।
ইসলামিক স্টেট (আইএস) এর দায় নিয়েছে বলে জানিয়েছে সংগঠনটির মুখপাত্র নিউজ এজেন্সি আমাক।
বোমা হামলার সময় ওই কেন্দ্রে ভোটার নিবন্ধনের কাজ চলছিল। ওই কেন্দ্রের বাইরে মানুষ নিজেদের নাম নিবন্ধনের জন্য অপেক্ষা করছিল। ওই সময়ই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
কাবুলের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান মোহাম্মাদ দাউদ আমিন জানান, বিস্ফোরক-ভর্তি বেল্ট পরিহিত এক ব্যক্তি ওই হামলা চালিয়েছে
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ হামলাকে ‘অপরাধমূলক ও অমানবিক’ বলে এর নিন্দা...