দ্রব্য মুল্যের উর্ধ গতি, রমজানে কেমন আছেন মধ্যবিত্ত পরিবার গুলো
লক্ষ্মীপুর প্রতিনিধি: মেহেদী হাসান মাছুম: পবিত্র মাহে রমজানের আজ ১০তম রমজান ৪মে, কেমন আছে গরিব অসহায় মধ্যবিত্ত পরিবার গুলো।সারা বিশ্ব যখন করনা ভাইরাস আতঙ্কে আতঙ্কিত চার দিকে যখন মৃত্যুর মিছিল, এক দেশের সাথে অন্যে দেশে আমদানি রপ্তানি বন্ধ, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে লক ডাউন, ঠিক তেমনি ভাবে গরিব, মধ্যবিত্ত দিন মুজুর মানুষ গুলোর উপর্জনের পথ ও বন্ধ, সাধারণ মানুষের এই দূর্দিনে কিছু অসাধু ব্যবসায়ী যেনো মাথা ছাড়া দিয়ে উঠছে,ইচ্ছে মতো করে নিচ্ছে ব্যবসা। নিজেদের মন মতো বাড়িয়ে দিচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রর দাম।...