আফগান-তাজিকিস্তান সীমান্ত নিয়ন্ত্রণে নিলো তালেবান

ইমান২৪.কম: তুমুল লড়াইয়ের মধ্যে দিয়ে আফগানিস্তানের সঙ্গে তাজিকিস্তানের প্রধান সীমান্ত নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। মঙ্গলবার শির খান বন্দর নিয়ন্ত্রণে নেওয়ার পর ভয়ে ইতোমধ্যে সেখানকার নিরাপত্তা চৌকির মার্কিনপন্থী আফগান বাহিনী এলাকা ত্যাগ করেছে।

কেউ কেউ সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে প্রশাসন। মঙ্গলবার কুন্দুজ প্রদেশের কাউন্সিল সদস্য খালিদিন হাকমি বলেন, সকালে ঘণ্টাখানেক লড়াই হয় তালেবান সদস্যদের সঙ্গে।

অতর্কিত হামলা চালিয়ে শির খান বন্দর, শহর ও তাজিকিস্তান সীমান্তের সকল চেকপোস্ট নিয়ন্ত্রণে নিয়েছে তারা। এক মার্কিনপন্থী আফগান সেনা কর্মকর্তা এএফপি সংবাদমাধ্যমকে জানান, আমরা নিরাপত্তা চৌকি থেকে সরতে বাধ্য হয়েছি।

কিছু সৈন্য সীমান্ত পেরিয়ে তাজিকিস্তানের দিকে পালিয়ে গেছে। শত শত তালেবান সদস্য আক্রামণ চালায়। পরিস্থিতি খুবই জটিল। আফগানিস্তানের উত্তরে কুন্দুজ শহর থেকে ৫০ কিলোমিটার দূরে শির খান বন্দরটি অবস্থিত।

গত মে মাসে মার্কিন বাহিনী প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে এটিই দেশটিতে তালেবানের সবচেয়ে বড় অর্জন বলে ধারণা করা হচ্ছে। সীমান্ত নিয়ন্ত্রণের ঘটনা নিশ্চিত করেছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, ‘কুন্দুজে আমাদের মুজাহিদিনরা শির খান বন্দর ও তাজিকিস্তিনারের সঙ্গে সব সীমান্ত নিয়ন্ত্রণ নিয়েছেন।’ আাগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনা আফগানস্তান ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

ফেসবুকে লাইক দিন