তিন দিন ধরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছিন্নভিন্ন নারী দেহের মাথা খুঁজছে পুলিশ
ইমান২৪.কম: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নারীর ছিন্নভিন্ন দেহের এক পা ও দুই হাত উদ্ধারের পর প্রায় এক কিলোমিটার দূরে পাওয়া গেছে লাশের দেহ।
তবে মাথা খুঁজে বের করতে পুলিশের তল্লাশি অব্যাহত রয়েছে। শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক জানান, মীর্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাচাউন গ্রামের পৃথক স্থান থেকে গত সোমবার অজ্ঞাত পরিচয়ের এক নারীর হাত-পা পাওয়া যায়।
এরপর মঙ্গলবার সকালে আগের ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে উত্তর বৌলাছড়ার নির্জন পাহাড়ি এলাকায় পাওয়া যায় গলা থেকে কোমরের অংশ। ওসি আরো জানান, যেখানে শরীরের অংশ পাওয়া গেছে এটি পাহাড়ি এলাকা।
এর আশপাশে কোনো বসতি নেই। তারা মুখমণ্ডলসহ লাশের বাকি অংশ পেতে পুরো এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনো মাথা খুঁজে পাওয়া যায়নি। এদিকে, পুলিশ ওই নারীর মাথা ও আরেক পায়ের সন্ধানে মাঠে রয়েছে।
এছাড়া এ হত্যার রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর আগে, সোমবার দুপুরে মীর্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামে কৃষক মাখন দেবের কচুক্ষেতে দেহ থেকে বিচ্ছিন্ন একটি পা দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় কমর থেকে হাঁটু পর্যন্ত এক টুকরো এবং হাঁটু থেকে পায়ের নিচের আরেক টুকরো। পরে ওই লাশের বাকি অংশ খুঁজতে গিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে একই গ্রামের একটি বাঁশঝাড়ে একটি হাত ও পাশে গৌরাঙ্গ দত্তের বাঁশঝাড়ে আরও একটি হাতের সন্ধান মেলে। পুলিশ মুখমণ্ডলসহ লাশের বাকি অংশ খুঁজছে। দেহ, পা ও দুটি হাত উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য সংরক্ষণে রাখতে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।