গত ২ মাসে ৩০টি গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান

ইমান২৪.কম: গত দুই মাসে তালেবান মুজাহিদরা আফগানিস্তানের অন্তত ৩০টি গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রনে নিয়েছে। আফগানিস্তানের ৪০৭টি জেলার মধ্যে ৯০টি জেলা এখন পুরোপুরি তালেবানের দখলে।

অন্যদিকে, আফগান সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ৬৪টি জেলা। জাতিসংঘের তথ্যমতে, আফগানিস্তানের ৫০ থেকে ৭০ শতাংশ এলাকা এখন তালেবানের নিয়ন্ত্রনে।

রাজধানী সন্নিকটে পৌঁছে গেছে তালেবান। কাবুল থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে তালেবান মুজাহিদরা।

তবে সর্বশেষ মঙ্গলবার (১৫ জুন) আফগানিস্তানে তালেবানের কাছ থেকে দুটি প্রদেশের তিনটি জেলার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে দেশটির সরকারি বাহিনী।

তালেবান মুজাহিদদের সঙ্গে কয়েকদিনের প্রচণ্ড লড়াইয়ের পর আফগান সেনারা খান আবাদ এবং চাহ আব এবং দৌলত আবাদ এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।

ফেসবুকে লাইক দিন