সিলেটে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

ইমান২৪.কম: সিলেটের গোয়াইনঘাটে ঘর থেকে ছেলে-মেয়েসহ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আহত অবস্থায় ওই গৃহবধূর স্বামী হিফজুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৬ জুন) সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (৩৫), ছেলে মিজান (৯) ও মেয়ে আনিছা (৪)।

গোয়াইনঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই ) তমিজ উদ্দিন গণমাধ্যমকে হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।

তমিজ উদ্দিন বলেন, বিন্নীবাজার এলাকায় একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যার খবর পেয়ে সকাল আটটার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা তাদের হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী তা নিশ্চিত করতে পারেনি। কেন তাদের খুন করা হয়েছে স্থানীয় লোকজনও তা বলতে পারছেন না।

মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন