ইথিওপিয়ায় খাদ্য না পেয়ে মৃত্যুর মুখে সাড়ে ৩ লাখ মানুষ
ইমান২৪.কম: জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান মার্ক লুকক বলেছেন, ইথিওপিয়ার তাইগ্রে ও আশপাশের অঞ্চলে দুর্ভিক্ষ চলছে। খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে এ অঞ্চলে। সেখানকার বাসিন্দারা এখন মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন।
জাতিসংঘ সমর্থিত ওই অঞ্চলের পরিস্থিতির ওপর একটি বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত তাইগ্রের পাশাপাশি আমহারা এবং আফারের তিন লাখ ৫০ হাজার মানুষ গুরুতর সংকট পার করছেন।
জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান মার্ক লুকক বলেন, এই এলাকায় দুর্ভিক্ষ চলছে। পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছে।
তাইগ্রের একটি অঞ্চল কাফতা হুমেরা অঞ্চলের লোকজন জানান, তারা এই সপ্তাহে অনাহারে ছিলেন।
ওই এলাকার এক কৃষক বলেন, আমরা লুকিয়ে রাখা ফসল খেয়ে কিছু দিন পার করেছি। কিন্তু আমাদের কাছে এখন আর অবশিষ্ট কিছু নেই। কেউ আমাদের কোনো সহায়তা দিচ্ছে না। এখানে প্রায় সবাই মৃত্যুর অপেক্ষা করছে। ক্ষুধার কারণে আমাদের চোখ ক্ষতিগ্রস্ত।
তিনি আরও বলেন, পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। মৃত্যু আমাদের দরজায় কড়া নাড়ছে। যে কারও চেহারার দিকে তাকালে আপনি ক্ষুধা দেখতে পাবেন।
ইথিওপিয়ার ফেডারেল সেনাবাহিনী এবং তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) মধ্যে সাম্প্রতিক সংঘাতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আবি আহমাদ গত বছরের নভেম্বরে সংঘাত শেষ বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এর পরও সংঘাত থামেনি।