মগবাজার এলাকায় এসি বিস্ফোরণ, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ইমান২৪.কম: রাজধানীর মগবাজার ওয়ারলেস এলাকায় এসি বিস্ফোরনের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ জুন) রাত ৮টার দিকে এ ঘটনার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। কেউ কেউ আবার ফোন করে বলেছে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়েছে।

এরশাদ বলেন, ঘটনাস্থল থেকে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। হতাহতের বিষয়েও কোনো তথ্য জানা যায়নি।

রমনা থানার ডিউটি অফিসার এসআই আবুল খায়ের বলেন, সেখানে ট্রান্সমিটার বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। এখনও নিশ্চিত হতে পারছি না। পুলিশের বেশ কয়েকটি টিম সেখানে আছে।

রাব্বি খন্দকার নামের একজন প্রতক্ষ্যদর্শী তার ফেসবুকে লিখেছেন, অফিস ছুটির পরে অফিস কলিগ আমি পুনম ভাই কাইসার ভাই হেটে এস্কাটন দিয়ে আসছিলাম। আড়ং এর সামনে দিয়ে ফ্লাইওভারের সাথে হটাৎ বোমের মতো বিস্ফোরণ। আল্লাহ নিজ হাতে আমাদের তিন জনকে বাচিয়েছে মাত্র ১০ মিটারের মধ্যে ছিলাম।

আমাদের গ্লাস লেগেছে কিন্তু অনেক হতাহত হওয়ার সম্ভাবনা। গাড়ির সিলন্ডার বিস্ফোরণ, এসি বিস্ফোরণ এর আশংকা। দোয়া করবেন৷ আল্লাহ নিজ হাতে জীবন দান করেছে। হাজার হাজার গ্লাস বৃস্টির মতো পড়েছে। ফেসবুক থেকে নেয়া।

ফেসবুকে লাইক দিন