মুসলিম নয় বরং ৯৪ শতাংশ সন্ত্রাসীই হল অমুসলিম : এফবিআই এর রিপোর্ট
ইমান টোয়েন্টিফোর ডটকম: বিগত কয়েক বছর থেকে কোনো তথ্য প্রমাণ ছাড়াই সন্ত্রাস ও সন্ত্রাসবাদী হামলার সঙ্গে মুসলিমদের নাম দেদার জুড়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে ‘সব মুসলি সন্ত্রাসী নয়, কিন্তু সব সন্ত্রাসীই মুসলিম’। কিন্তু এফ বি আই-এর একটি রিপোর্টে নিন্দুক ও মুসলিম বিদ্বেষেদিদের সব যুক্তিতক্কো চুরমার হয়ে গেছে।
এফ বি আইয়ের একটি...