৭ দিনেও ফেসবুক নি’শ্চিত করতে পারল না, বিপ্ল’বের আইডি কে হ্যাক করেছিল

ইমান২৪.কম: ভোলার বুরহানুদ্দিনে বিপ্লব নামে এক হিন্দু যুবকের ফেসবুক অ্যাকান্ট থেকে রাসূলকে কটূক্তি করা হলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল বিপ্লবের অ্যাকান্ট হ্যাক করা হয়েছে।

তবে ঘটনার ছয়দিনেও হ্যাকার কে ছিল ‘সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারেনি’ ফেসবুক কর্তৃপক্ষ। অথচ বিপ্লবের কটূক্তির প্রতিবাদে করা তাওহিদী জনতার আন্দোলনে পুলিশের নির্বিচার গু’লিতে চারজন নবীপ্রেমিকের শাহাদাতের ঘটনা ঘটেছে, আহত হয়েছেন শতাধিক।

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাতকারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশ সরকারের অনুরোধে ফেসবুক কর্তৃপক্ষ হ্যাকারের ব্যাপারে ‘সুনির্দিষ্ট তথ্য’ নয়, ‘কিছু ধারণা’ দিয়েছে, এবং এর ভিত্তিতে হ্যাকারকে শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

কিন্তু বাংলাদেশের পুলিশ এবং কর্তৃপক্ষ জানিয়েছিল, হ্যাকিং-এর ব্যাপারে দু’জনকে চিহ্নিত করা হয়েছে, এবং তারা পুলিশ হেফাজতে আছে।

এ নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তারা দু’জনই আমাদের কাছে বলছে যে, তারা এটা করে নাই। সেজন্য আমরা ফেসবুকের কাছে গিয়েছি নিশ্চিত হওয়ার জন্য।”

এদিকে, ফেসবুক অ্যাকান্টটি যার, সেই তরুণ বিপ্লব চন্দ্র শুভসহ গ্রেফতার থাকা তিনজনকে বৃহস্পতিবার ভোলায় আদালতে হাজির করে তিন দিন করে পুলিশী রিমান্ডে নেয়া হয়।

সামাজিক মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে ২০শে অক্টোবর দায়ের করা এক মামলায় তাদের গ্রেফতারও দেখানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন