৬৫ কে‌জি ওজ‌নের কাঁঠালটি অবশেষে বিক্রি করা গেছে

ইমান২৪.কম: কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা বাজারে ৬৫ বেশি ওজনের এক কাঁঠাল বিক্রি হয়েছে তিন হাজার টাকায়। কাঁঠালটি দেখতে পুরানথানা এলাকায় অসংখ্য মানুষ ভিড় করেন। আজ বুধবার (২৩ জুন) দুপুরে বিশালাকৃতির এ কাঁঠাল শহরের পুরানথানা এলাকার ইসলামিয়া সুপার মার্কেটের এক মোবাইল ব্যবসায়ী কিনে নেন।

এর আগে সোমবার (২১ জুন) কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের হাজরাহাটি গ্রামের বাসিন্দা ও পুরানথানা এলাকার ফল ব্যবসায়ী উজ্জ্বল মিয়া কাঁঠালটি বিক্রির জন্য পুরানথানা বাজারে নিয়ে আসেন

এর আগে নরসিংদীর বেলাব উপজেলার বিল্লালের মোড় এলাকার এক ব্যক্তির কাছ থেকে তিনি কাঁঠালটি কেনেন। আবুল হো‌সেন ব‌লেন, আমি মূলত কাঁঠাল ব্যবসা‌য়ী না। অন্য ফ‌লের ব্যবসা ক‌রি। বেলাব এলাকায় এক‌টি গা‌ছে বড় বড় ৬টি কাঁঠাল দেখ‌তে পাই।

এরপর মা‌লি‌কের সঙ্গে যোগা‌যোগ ক‌রে সব‌চে‌য়ে বড় কাঁঠাল‌টি কি‌নে নিয়ে আসি। ক‌য়েকজন মি‌লে বি‌শেষ কৌশ‌লে গাছ থে‌কে কাঁচা কাঁঠাল‌টি নামা‌নো হয়। দুই দিন ধ‌রে বি‌ক্রির জন্য পুরানথানা বাজা‌রে রাখা হয়। অব‌শে‌ষে কাঁঠাল‌টি বি‌ক্রি কর‌তে পে‌রে‌ছি।

স্থানীয়রা জানান, ৬৫ কে‌জি ওজ‌নের কাঁঠাল সচরাচর দেখা যায় না। তাই কাঁঠাল‌টি দেখ‌তে পুরানথানা এলাকায় ভিড় ক‌রেন অসংখ্য মানুষ। ‌ত‌বে কাঁঠাল‌টি কত টাকায় কেনা হ‌য়ে‌ছিল সে‌টি বল‌তে চাননি বি‌ক্রেতা আবুল হোসেন।

ফেসবুকে লাইক দিন