৫০টি পারমাণবিক বোমা একসঙ্গে মারতে হবে: পারভেজ মোশাররফ

ইমান২৪.কম: পাকিস্তান-ভারত সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের কৌশল বাতলে দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জেনারেল পারভেজ মোশাররফ। তার মতে, ভারতকে জবাব দেয়ার সুযোগ না দিতে ৫০টি পারমানবিক বোমা একসঙ্গে মারা উচিত পাকিস্তানের। খবর পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন’র।

পারভেজ মোশাররফ বলেন, ‘পাকিস্তান যদি একটি পারমানবিক বোমা ছুড়ে জবাবে ২০টি পারমানবিক বোমা ছুড়বে ভারত। সুতরাং আমাদের উচিত শুরুতেই ৫০টি পারমানবিক বোমা নিক্ষেপ করা। যাতে ভারত ২০টি মারার সুযোগ না পায়।’

তবে ভারত-পাকিস্তানের মধ্যে পারমানবিক যুদ্ধ হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন বর্তমানে আরব-আমিরাতে নির্বাসনে থাকা পারভেজ মোশাররফ। শুক্রবার সেখানে সংবাদ সম্মেলন করে তিনি জানান, পরিস্থিতি অনুকূল মনে হওয়ায় দ্রুত পাকিস্তানে ফিরবেন। অর্ধেক পাকিস্তানি মন্ত্রী তার পক্ষে রয়েছেন।

পাকিস্তানকে ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক রাখার পরামর্শ দেন সাবেক এই সেনাপ্রধান। তার মতে, ইহুদিদের গণমাধ্যম লবি খুবই শক্তিশালী। এর সুফল পাচ্ছে ভারত।

কাশ্মীরে গাড়ি বোমা হামলায় ভারতের ৪৯ জন সেনা নিহত হওয়ার পর সপ্তাহ পার হতেই পারমানবিক হামলার কৌশল নিয়ে কথা বললেন জেনারেল মোশাররফ। ওই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ।

হামলার পর ভারত আন্তর্জাতিক মহল থেকে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। তবে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ইমরান খান বলেন, ভারত কোনও আক্রমণ চালালে তা প্রতিহত করবে পাকিস্তান।

পাকিস্তান শান্তিপ্রিয় কিন্তু ভীত না, যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে: পাক সেনাপ্রধান

পাকিস্তান শান্তিপ্রিয় কিন্তু ভীত না, যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে: পাক সেনাপ্রধান

ইমান২৪.কম: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, যদিও পাকিস্তান শান্তিপ্রিয় জাতি কিন্তু কোনো আগ্রাসনের হুমকির মুখে ভীত হবে না বরং যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সীমান্তে নিয়ন্ত্রণ রেখা পরিদর্শনের পর জেনারেল বাজওয়া একথা বলেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতির মাধ্যমে জেনারেল বাজওয়ার বক্তব্য তুলে ধরেছে।

কাশ্মিরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসী হামলার পর ভারত যখন পাকিস্তানে হামলার হুমকি দিচ্ছে তখন পাক সেনাপ্রধান এসব কথা বললেন। নিয়ন্ত্রণ রেখা পরিদর্শনের সময় পাক সেনাদের যুদ্ধ প্রস্তুতিও পর্যালোচনা করেন তিনি।

এর আগে আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক প্রেস ব্রিফিংয়ে বলেন, পাকিস্তান কারো সঙ্গে যুদ্ধ চায় না তবে কেউ হামলা করলে জবাব দিতে দ্বিধা করবে না। তার দেশের সেনারা ভারতীয় হামলা মোকাবেলা করতে সম্পূর্ণভাবে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের সেনাদের ভারতীয় হামলার জবাব দেয়ার কর্তৃত্ব দিয়েছেন।

আরও পড়ুন:  পাক-ভারত সীমান্তে গোলাগুলি : মর্টার শেল ও ভারী গোলাবর্ষণ

চুপ করে বসে থাকবো না, পাল্টা হামলা চালাব: ইমরান খান

যেভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত চকবাজারে, দেখুন সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে

ভারত-পাকিস্তান সিমান্ত রণসাজে সজ্জিত, ৬০০ ট্যাংক পাঠালো পাকিস্তান

ভারতে বিমান বাহিনীর ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ শতাধিক গাড়ি পুড়ে ছাই

যুদ্ধক্ষেত্রে ভারতকে উপযুক্ত জবাব দেবে পাক সেনাবাহিনী: জেনারেল আসিফ গফুর

ফেসবুকে লাইক দিন