৪ রক্তাক্ত মরদেহের পাশে কাঁদছিল ৫ মাসের শিশু
ইমান২৪.কম: সাতক্ষীরায় নিজ বাড়িতেই মিললো স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানের রক্তাক্ত লাশ।
পাশেই শুয়ে ছিল পাঁচ মাসের শিশু কন্যা। তার কান্নার শব্দেই ঘরে গিয়ে লাশ উদ্ধার করে রাহানুরের ছোট ভাই।
উঠানজুড়ে উৎসুক মানুষের ভিড়। পুরো একটি পরিবার নিঃশেষ হয়ে যাওয়ায় বাকরুদ্ধ প্রতিবেশীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোররাতে একই পরিবারের ওই চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতরা হলেন- হেলাতলা গ্রামের ব্যবসায়ী মো. শাহীনুর রহমান (৪০) তার স্ত্রী সাবিনা খাতুন(৩০) ছেলে সিয়াম হোসেন মাহী (৯) ও মেয়ে তাসমিন সুলতানা (৬)। মায়ের লাশের পাশেই পড়েছিল ছয় মাস বয়সী শিশু মারিয়া সুলতানা।