৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ, ফের কমলাপুরে রনি

ইমান২৪.কম: বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি ফের কমলাপুর রেলস্টেশনে অবস্থান নিয়েছেন। তবে এবার রনির সঙ্গে তার সহপাঠী, বন্ধুসহ অন্যান্য শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দিয়েছেন।

তারা স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে দুই হাত প্রতীকী শিকলে বেঁধে কমলাপুরে যান রনি। এ সময় তার গলায় ঝুলানো ছিল রেলের অনিয়ম-দুর্নীতি নিয়ে লেখা বোর্ড।

এর আগে রেলের অনিয়ম-দুর্নীতি বন্ধে ৬ দফা দাবি বাস্তবায়নে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় রনি। আল্টিমেটাম শেষে আবারও এই আন্দোলন শুরু হয়। আন্দোলনে রনির সঙ্গে তার সহপাঠী ও বন্ধুরা যোগ দিয়েছেন।

এ সময় গণমাধ্যমকে রনি জানান, ৬ দফা দাবি মানতে রেলওয়েকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু অব্যবস্থাপনা বন্ধে তারা এখনও কোনো পদক্ষেপ নেননি। তাই আজ একই দাবি আদায়ে কমলাপুর রেলস্টেশনে অবস্থান নিয়েছি।আমার সঙ্গে সহপাঠী ও বন্ধুরাও অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, রেলের অব্যবস্থাপনা বন্ধে ১৩ দিন কমলাপুর স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করেছি।স্মারকলিপি দিয়েছি।বন্ধু-বান্ধবসহ একদল শিক্ষার্থীকে নিয়ে লংমার্চ করেছি। কিন্তু অব্যবস্থাপনা প্রতিরোধে রেলওয়ের কোনো পরিবর্তন দেখছি না। এই দাবিগুলো দেশের ১৮ কোটি মানুষের। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন রনি।

ফেসবুকে লাইক দিন