২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন : সিইসির তফসিল ঘোষণা

ইমান২৪.কম: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের দিন ঘোষণা করেছেন। তিনি তফসিল ঘোষণা করে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৩ ডিসেম্বর নির্ধারণ করেন।

এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সশস্ত্রবাহিনী। সবাইকে আচরণ বিধি ও আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিযোগিতা করতে গিয়ে যাতে সহিংসতা না হয় সেদিকে সব দলকে সচেতন থাকতে হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণার সময় জাতির উদ্দেশে ভাষণে সিইসি এ কথা বলেন। নুরুল হুদা বলেন, রাজনৈতিক দলকে সহনশীল হতে হবে।

এ সময় নির্বাচনের তফসিল ঘোষণায় বলেন, মনোনয়নপত্র দাখিল ১৯ নভেম্বর, ২২ নভেম্বর বাছাই, প্রত্যাহারের শেষ সময় ২৯ নভেম্বর এবং নির্বাচন ২৩ ডিসেম্বর।

আরও পড়ুন: রাজপথে আন্দোলনের কোনো বিকল্প নেই: নজরুল

৮০ হাজার কোটি টাকা লুট করেছে আওয়ামী লীগ

যারাই সরকারের বিরুদ্ধে কথা বলবে তাদেরকেই জেলে যেতে হবে : অ্যাডভোকেট সারওয়ার

ছোটলোক বলার জবাবে মান্নাকে যা বললেন প্রধানমন্ত্রী !

জেএসসি পরীক্ষা কেন্দ্র থেকে প্রতিবন্ধী পরীক্ষার্থীকে বের করে দিল শিক্ষকরা

ফেসবুকে লাইক দিন