১৭ বছর বয়সী মেয়েকে ফেসবুকে নিলামে তুলে বিয়ে দিলেন বাবা

ইমান২৪.কম: নিজের ১৭ বছর বয়সী মেয়েকে সাজিয়ে ফেসবুকে নিলামে তুলে বিয়ে দিলেন এক ব্যক্তি। তারপর নিলাম জিতে ওই নাবালিকাকে কিনে নেন এক ব্যবসায়ী। এর বিনিময়ে মেয়ের বাবাকে গাড়ি, মোটরবাইক, টাকাসহ আরো অনেক কিছু দেওয়া হয়।

নিলামের পুরো প্রক্রিয়াটি ঘটে ফেসবুকে। ঘটনাটি দক্ষিণ সুদানের। আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, ওই কিশোরীকে বিয়ে দেওয়া হবে বলে গত ২৫ অক্টোবর তাকে নিলামে তুলে ফেসবুকে পোস্ট দেন এক ব্যক্তি। এরপর নিলামে অংশ নেন ইস্টার্ন লেকস স্টেটের পাঁচ ব্যক্তি।

তাদের মধ্যে সরকারের উচ্চ-পদস্থ কর্মকর্তারাও ছিলেন। এদের মধ্যে একজন ছিলেন ওই অঞ্চলের ডেপুটি জেনারেল। তবে নিলাম জিতে যান দক্ষিণ সুদানের এক নামকরা ব্যবসায়ী। নিলামের বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষের নজরে আসে চলতি বছরের ৯ নভেম্বর। তারা পোস্টটি মুছে দেয়।

একই সঙ্গে পোস্টদাতার আইডি ডিলিট করে দেয়। কিন্তু ওই কিশোরীর বিয়ে ঠেকানো যায়নি। কারণ পোস্টটি ডিলিট করে দেওয়ার আগেই ৩ নভেম্বর মেয়েটির বিয়ে হয়ে যায়। সর্বোচ্চ দরকষাকষি করে কিশোরীকে যেই ব্যবসায়ী কিনে নেন তিনি একজন বুড়ো মানুষ।

তার আরো আটজন স্ত্রী রয়েছে।নিরাত্তার জন্য মেয়েটির নাম প্রকাশ করা হয়নি। এদিকে নিলামের মাধ্যমে বিয়ে দিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে মেয়ের বাবা ৫০০টি গরু, তিনটি বিলাসবহুল গাড়ি, দুটি মোটরবাইক, ১০ হাজার ডলার, একটি দামি বোট, কয়েকটি দামি মোবাইল পান।

দক্ষিণ সুদানের আইনজীবী ফিলিপস আয়নং নাগং বলেন, তিনি বিষয়টি জানার পর নিলাম বন্ধে চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যর্থ হন। আফ্রিকায় নারী অধিকার নিয়ে কাজ করা সংস্থা ‘আফ্রিকান ফেমিনিজম’ জানিয়েছে, গত অক্টোবর মাসের শেষের দিকে দক্ষিণ সুদানের একটি মেয়েকে ফেসবুকে রীতিমতো সাজিয়ে এনে নিলামে চড়ানো হয়।

সুদানসহ আফ্রিকার বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনাকে ‘আধুনিক যুগের দাস-প্রথা’ বলে অভিহিত করেছে। দক্ষিণ সুদানে পণ প্রথা সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠেছে। বিয়ের জন্য মেয়ে বিক্রির প্রবণতা বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে। অনেকেই টাকা ও গবাদি পশুর বিনিময়ে তাদের অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন।

আরও পড়ুন: 

ফেসবুকে লাইক দিন