১১ মিলিমিটার বৃষ্টিপাতে আবারও ডুবল বন্দরনগরী চট্টগ্রাম: জনদুর্ভোগ চরমে

ইমান২৪.কম: মাত্র ১১ মিলিমিটার বৃষ্টিপাতে আবারও ডুবেছে বন্দরনগরী চট্টগ্রাম। জলাবদ্ধতায় যান চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েন নগরবাসী।

শনিবার (১৯ জুন) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত থেমে থেমে হওয়া বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা।

বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর এবং ২ নম্বর গেট এলাকা তলিয়ে যায় হাঁটুপানিতে। সড়কে সৃষ্টি হলেই শুরু যানজট।

এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। দুপুর ১২টার দিকে পানি নামতে শুরু করলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। ধীরে যান চলাচল শুরু হলেও গন্তব্যে পৌঁছাতে লাগে দ্বিগুণ সময়।

ফেসবুকে লাইক দিন