হয়রানি করলে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশ করে দিব: কঠোর বার্তা ইমরানের

ইমান২৪.কম: দেশকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশ করছেন না বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

মঙ্গলবার (৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।।

তিনি বলেন, দেশকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে চুপ আছি। তবে ষড়যন্ত্র না থামালে তাদের নাম প্রকাশ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় বর্তমান ক্ষমতাসীন সরকার দেশ রক্ষায় কোনো উদ্যোগ নেয়নি বলে সমালোচনা করেন তিনি।

তিনি আরও বলেন, জুলফিকার আলী ভুট্টোকে সামরিক আইন জারি করে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। কারণ, ভুট্টো সরকারে যুক্তরাষ্ট্র খুশি ছিল না। যুক্তরাষ্ট্র পাকিস্তানের স্বাধীন পররাষ্ট্রনীতি পছন্দ করে না।

ফেসবুকে লাইক দিন