‘হিন্দুত্ববাদী মোদি সরকার প্রতিবেশী রাষ্ট্রসমুহের জন্য বিপজ্জনক হয়ে উঠছে’

ইমান২৪.কম: ইমরান খান বলেছেন, হিন্দুত্ববাদী চিন্তা থেকে জন্ম ভারতের প্রধানমন্ত্রী নেওয়া নরেন্দ্র মোদি প্রতিবেশী রাষ্ট্রসমুহের জন্য ভয়ংকর হয়ে উঠেছে।

বুধবার (২৭ মে) নিজ টুইটার একাউন্টে এক বার্তার মাধ্যমে এ মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী। ইমরান খান বলেন, ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন পাকিস্তানে বিরূপ প্রভাব ফেলবে।

এমনকি চীন ও নেপালের সাথে ভারতের সীমান্ত বিরোধ পরিস্থিতিকে আরো জটিল করে দিচ্ছে। ইমরান খান আরো বলেন, ভারতের আজাদ কাশ্মীর দাবি করার পর এই পরিস্থিতি সত্যিই চিন্তার বিষয়।

আমি আগেই বলে আসছি এই হিন্দুত্ববাদী মোদি সরকার শুধু ভারতের সংখ্যালঘু মুসলমানদের জন্যই ভয়ংকর নয় বরং প্রতিবেশী রাষ্ট্রসমুহের জন্যও বেশ চিন্তার কারণ।

তিনি আরো বলেন, নাৎসিদের মতো মোদী সরকারের সম্প্রসারণ নীতিগুলোও হিন্দুত্ববাদী খামির থেকে জন্ম নেওয়া লেবানিজ কৃমির ন্যায়।

এগুলো ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ইমরান খান সবসময়ই ভারতে মুসলিম নিধনে ভারতের হিন্দুত্ববাদী মোদি সরকারের সমালোচনা করে আসছেন।

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল সহ সেখানখান মুসলমানদের উপর চালানো নির্যাতনের প্রতিবাদকে জাতিসংঘ পর্যন্ত নিয়ে গেছেন পাক প্রধানমন্ত্রী উল্লেখ্য, চীন সীমান্তে গালওয়ান উপত্যকায় সেনা মোতায়েন করেছে চীন।

চীনের প্রেসিডেন্ট শি জিং পিং ভারতের সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে আদেশ দিয়েছেন দেশটির সেনাবাহিনীকে। এরপর থেকেই উত্তেজনা বিরাজ করছে চীন-ভারত সীমান্তে।

ফেসবুকে লাইক দিন