হাতে বিষের বোতল এবং মাথায় কাফনের কাপড় বেঁধে চুয়াডাঙ্গায় কৃষকদের বিক্ষোভ
ইমান২৪.কম: ফসলী জমি রক্ষার এক দফা দাবিতে হাতে বিষের বোতল এবং মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছে চুয়াডাঙ্গা জেলার কৃষ্ণপুর গ্রামের কৃষকরা।
বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে কৃষকরা বলেন, কৃষ্ণপুর গ্রামের কৃষি জমির পরিমাণ প্রায় ৩৬০ একর। যার বেশির ভাগই তিন ফসলী। এর মধ্যে ১৮০ একর জমিতে সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে সিঙ্গাপুর ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান সাইক্লেক্ট এনার্জি পিটিই লিমিটেড।
কৃষকরা আরও বলেন, ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি জোর করে গ্রামের মাঠে সাইনবোর্ড স্থাপন করেছে। তারা সেখা পাটা দালান করছে। সেসব কাজে বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি আসছে।
বিক্ষোভ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন তারা।
কৃষকদের স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক বলেন, ফসলী জমিতে কোন স্থাপনা করার সুযোগ নেই। তদন্ত করে এর সত্যতা পেলে এ প্রকল্প বন্ধের সুপারিশ করা হবে।