হাটাহাজারী মাদরাসায় অস্থিরতার সুষ্ঠু সমাধান চান ভিপি নুর
ইমান২৪.কম: হাটহাজারী মাদ্রাসায় চলমান অস্থিরতার সুষ্ঠু সমাধান দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রধান নেতা নুরুল হক নুর।
একই সাথে হাটহাজারী মাদরাসার নিরিহ ছাত্রদের উপর কোনো হয়রানী করা হলে সারা দেশের ছাত্রদের নিয়ে উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি।
আজ সন্ধ্যায় ফেসবুকে তার নিজ পেজ থেকে হাটহাজারী মাদরাসার বর্তমান অবস্থার কয়েকটি ছবি সংযুক্ত করে দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন – চট্টগ্রামের হাটহাজারীতে ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ সমাধান চাই।
নিরীহ মাদরাসা ছাত্রদের উপর কোন ধরনের পুলিশি হামলা হলে সারা দেশের ছাত্রদের নিয়ে উপযুক্ত জবাব দেওয়া হবে।
নিজেদের রাজনৈতিক স্বার্থে ধর্মকে ইস্যু বানাবেন না। কওমী মাদরাসাগুলো নিয়ে রাজনৈতিক নোংরামি বন্ধ করুন।
প্রসঙ্গত : আজ (১৬ সেপ্টেম্বর) হঠাৎ করে জোহরের নামাজের পর হাটহাজারী মাদরাসার ছাত্ররা হাটহাজারী মাদ্রাসার মাঠে নেমে আসে এবং বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন শুরু করে।