হাটহাজারী মাদরাসা পরিদর্শন করে আল্লামা বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাত করলেন স্থানীয় এমপি

ইমান২৪.কম: চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি.।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) তিনি পৌনে এগারটায় হাটহাজারী মাদরাসা পরিদর্শনে যান। এ সময় তিনি হাইয়াতুল উলয়ার অধীনে চলমান দাওরায়ে হাদীস(মাস্টার্স) এর কেন্দ্রীয় পরীক্ষার হল পরিদর্শন করেন।

মাদরাসা পরিদর্শনকালে ব্যারিস্টার আনিস হাটহাজারী মাদরাসার শিক্ষাপরিচালক ও শায়খুল হাদীস, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাত এবং কোশল বিনিময় করেন।

এমপি আনিসুল ইসলাম মাহমুদ হাটহাজারী মাদরাসার সুষ্ঠু পরিচালনা, শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে ছাত্রদের পরীক্ষা দেওয়া দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, হাটহাজারী মাদরাসা দেশের সর্ববৃহৎ মাদরাসা।

এই মাদরাসায় যখনই যেকোনো কাজে আমাকে আহ্বান করা হবে আমি তখনই সাড়া দিব। মাদরাসার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনায় আমি সার্বিকভাবে সহযোগিতা করবো।

এসময় মাদরাসা পরিচালনার (মজলিসে এদারী) প্রধান মুফতীয়ে আযম মুফতী আব্দুস সালাম চাটগামী, মাওলানা ইয়াহইয়া সহ মাদরাসার শিক্ষকবৃন্দ,

হাইয়াতুল উলয়ার পরীক্ষকগণ সহ হাটহাজারী উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দীন মুনির প্রমূখ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন