হাটহাজারী মাদরাসার ছাত্রদের ন্যায়সংগত আন্দোলনকে আমরা সমর্থন করি: লেবার পার্টি

ইমান২৪.কম: বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, হাটহাজারী মাদরাসার ন্যায়সংগত আন্দোলনে প্রশাসনিক হস্তক্ষেপ অগ্রহনযোগ্য।

কওমী মাদরাসা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সেখানে সার্বক্ষণিক প্রশাসনিক হস্তক্ষেপ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য ও খুবই নিন্দনীয় আচরণ।

হাটহাজারী মাদরাসাকে জনপ্রশাসন এবং গোয়েন্দা এজেন্ট দিয়ে নিয়ন্ত্রণের বিরুদ্ধে ছাত্রদের ন্যায়সংগত আন্দোলনের প্রতি আমরা সমর্থন ও সংহতি জানাচ্ছি।

অতিসত্বর সংগ্রামরত তরুণদের পক্ষ থেকে উত্থাপিত এই সকল ন্যায়সজ্ঞত দাবি মেনে নিতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

ডা.ইরান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে স্বৈরচারের প্রভাবমুক্ত, স্বাধীন জ্ঞান চর্চা কেন্দ্র।

এই প্রতিবাদ ও আন্দোলনের পরও মাদরাসাগুলোতে সরকারি আধিপত্য ধরে রাখার চেষ্টা অব্যাহত থাকলে সারা দেশের সকল মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক যোগে প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি অবিলম্বে হাটহাজারী মাদরাসার ছাত্রদের ন্যায় সংগত ও যৌক্তিক দাবি মেনে নেয়ার আহবান জানান।

ফেসবুকে লাইক দিন