হাটহাজারী মাদরসা পরিচালনার দায়িত্ব পেলেন তিনজন
ইমান২৪.কম: সরাসরি মুহতামিম নিয়োগ না দিয়ে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা পরচালনার জন্য ৩ জনের মজলিসে এদারী (পরিচালনা কমিটি) গঠন করে দিয়েছে মজলিসে শুরা।
পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে মাদরাসার প্রধান মুফতী আল্লামা মুফতী আব্দুস সালাম চাটগামীকে।
সাথে সদ্য সাবেক মুইনে মুহতামিম মাওলানা শেখ আহমদ ও সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়াকে সদস্য করা হয়েছে।
মজলিসে শুরার সিদ্ধান্ত মতে এই তিনজনই সম্মেলিতভাবে মাদরাসা পরিচালনা করবেন।
কমিটির পক্ষ থেকে মাদরাসার সকল দলিল দস্তাবেজে স্বাক্ষর করবেন আল্লামা মুফতী আব্দুস সালাম চাটগামী।
এছাড়াও মাদরাসার শিক্ষা কর্জক্রম পরিচালনার জন্য নাজামে তালিমাত বা শিক্ষা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে আল্লামা জুনাইদ বাবুনগরীকে।
তিনি একই সাথে শাইখুল হাদিসের দায়িত্বও পালন করবেন। সহকারী শিক্ষা পরিচালকের দায়িত্ব পেয়েছেন সিনিয়র শিক্ষক মাওলানা শোয়াইব জমিরী।
আজকের শুরায় সভাপতিত্ব করেন জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখলের পরিচালক মাওলানা নোমান ফয়জী। উপস্থিত ছিলেন, আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী, মাওলানা মুফতী নুর আহমদ, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, মাওলানা শোয়াইব নোমানী, মাওলানা সালাউদ্দিন নানুপুরী ও মাওলানা উমর ফারুক।
শুরার সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতী নুরুল আমীন ও মাওলানা আবুল কাসেম শুরাতে উপস্থিত ছিলেন না।