হঠাৎ উত্তপ্ত মিশরের রাজপথ, বিশ্বাসঘাতকের তকমা পাওয়া সিসির পদত্যাগ দাবি
ইমান২৪.কম: মুসলিম উম্মাহর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ রয়েছে মিশরের প্রেসিডেন্ট সিসি’র বিরুদ্ধে।
মিসরে হঠাৎ সরকার বিরোধী স্লোগান নিয়ে রাস্তায় নেমে এসেছে মানুষ। দেশটির অন্যতম অঞ্চল গিজায় এ বিক্ষোভ হয়। খবর আলজাজিরার।
তবে বিক্ষোভের বিষয়টি আঁচ করতে পেরে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিক্ষোভের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ব্যানার প্রদর্শন করে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসির পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছে।
গিজার কাদায়া গ্রামে পুলিশের গাড়ি ভাঙচুর করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।
তারা এ সময় স্লোগান দেয়, ‘আল্লাহর কাছে আমাদের আর্জি এই অভ্যুত্থানকারীর (প্রেসিডেন্ট সিসি) পতন হোক।’
গত বছরের সেপ্টেম্বরে মোহাম্মদ আলি নামে একজন সাবেক সামরিক টিকাদারের ডাকে মিসরজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল।
২০১৯ সালের সেই বিক্ষোভ দমনে বড় ধরনের অভিযান চালায় সিসি সরকার। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, অভিযানে কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।
ওই ঘটনার এক বছর পূর্তিতে ২০ সেপ্টেম্বর মোহাম্মদ আলি ফের সরকার বিরোধী বিক্ষোভের ডাক দিলে দেশটি জুড়ে সতর্কতা জারি করে সরকার।