হটাৎ চীন সফরে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
ইমান২৪.কম: চীন সফরে যাচ্ছেন পাকি’স্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে ৭ ও ৮ অক্টোবর ইমরান খান চীন সফর করবেন এবং অনেকটা স্থবির হয়ে পড়া চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পের কাজ তিনি পুনরুজ্জীবিত করার চেষ্টা করবেন।






(বুধবার) অর্থনৈতিক করিডর বিষয়ক এক বৈঠকে ইমরান খান জোর দিয়ে বলেছেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পের কাজ সময়মতো শেষ হওয়ার ব্যাপারে তাঁর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।






ওই বৈঠকে ইমরান খান জানান, তিনি শিগগিরই চীন সফরে যাচ্ছেন এবং দু’দেশের মধ্যকার বন্ধুত্ব আরো জোরদার করার চেষ্টা করবেন তিনি।






ইমরান খানের সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতি-বিরোধী অবস্থান নিয়েছে। ডন পত্রিকা বলছে, সরকারের আমলারা ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরোর ভয়ে এই প্রকল্পের কাজ এগিয়ে নিতে অনেকটা গড়িমসি করছেন।






আরো পড়ুন>> কিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।






বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।






বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, মহাসচিব চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। তার সাথে স্ত্রী রাহাত আরা বেগমকে রয়েছেন।






র্যাফেলস হসপিটালে তিনি চিকিৎসা নেবেন। ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সাক্ষাতের সময়সূচিও ঠিক করা হয়েছে।