হজ্বের সময় গিলাফের নিচের অংশ সাদা কাপড়ে ঢেকে দেওয়ার কারন জানা গেল

ইমান২৪.কম: হজ্বের সময় পবিত্র কা’বার কিসওয়া তথা গিলাফ ৩ মিটার উপরে উঠিয়ে তা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।

সাধারণত হজ্বের সময় মসজিদে হারামে অস্বাভাবিক ভীড় থাকে। বিশ্বের নানান প্রান্ত থেকে মুসলমানগণ হজ্বের উদ্দেশ্যে মক্কায় আসেন।

এসময় তারা বরকতের উদ্দেশ্যে গিলাফ কেটে নিজের কাছে সংরক্ষণ করতে চান। যদিও এর কোনো ভিত্তি নেই।

তাই কিসওয়া তথা গিলাফের হেফাজত এবং কাবার পরিচ্ছন্নতা রক্ষার্থেই এমনটি করা হয়।

তবে এবার বৈশ্বিক করোনা মহামারীর কারণে হাজ্বীগণ কা’বা শরীফ স্পর্শ এবং হাজরে আসওয়াদ চুম্বন করতে পারছেন না।

এজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে হারামাইন কর্তৃপক্ষ।

এবার হজ্বে অংশগ্রহণ করেছেন সৌদিতে অবস্থানরত ২৩০ দেশের ১০ হাজার হাজ্বী। এতে বাংলাদেশের রয়েছে মাত্র ৫ জন।

ফেসবুকে লাইক দিন