স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মানববন্ধন
ইমান২৪.কম: স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে ‘সম্মিলিত মানুষের মঞ্চ’ নামে একটি সংগঠন।
সোমবার (১৫ জুন) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে এক বক্তা বলেন, ‘পাঁচ মাস সময় পাওয়ার পরও কেন উপজেলাগুলোতে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হচ্ছে না? এত দিন পার হওয়ার পরও কেন গুরুতর অসুস্থরা ভেন্টিলেটর পাচ্ছে না? আমাদের আতঙ্ক এখন কিন্তু করোনা না।
আমাদের আতঙ্ক হচ্ছে বিনা চিকিৎসায় মানুষকে হত্যা করা। এই স্বাস্থ্য ব্যবস্থা, জনস্বাস্থ্যের যে দুর্দশা এজন্য স্বাস্থ্যমন্ত্রী এবং তার গ্যাং দায়ী। পিপিই, নকল মাস্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত স্বাস্থ্যমন্ত্রীই। আমরা অবিলম্বে তার পদত্যাগ চাই।
পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করে দেশের সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার আহ্বান জানাই।’ বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে।
বাংলাদেশেও এই করোনার মহা দুর্যোগ চলছে, লকডাউন চলছে। এই লকডাউনের ভেতরেই স্বাস্থ্য খাতের অনিয়ম-দুর্নীতির যে চিত্র ফুটে উঠছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
যারা করোনায় আক্রান্ত নন, তারাও এখন চিকিৎসা পাচ্ছেন না। বিনা চিকিৎসায় ধুকে ধুকে মানুষ মরছে। স্বাস্থ্যমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণকে স্বাস্থ্যসেবা দিতে পারছে না।
এ জন্য আমরা আজকে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। আমরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি।
তার জায়গায় যোগ্য একজন ব্যক্তিকে যেন স্বাস্থ্যমন্ত্রী করা হয়। কারণ তিনি জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন।