স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ, গ্রেফতার ৪
রাজধানীর অদূরে আশুলিয়ার কাঠগড়া এলাকার স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে স্থানীয় বখাটেরা। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (ওয়ান-স্টপ ক্রাইসিস) সেন্টারে পাঠানো হয়েছে।
৩০ এপ্রিল, মঙ্গলবার সকালে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ধর্ষণকারী চার যুবককে গ্রেফতার করা হয়। পরে দুপুরে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন আশুলিয়ার কাঠগড়া (উত্তরপাড়া) এলাকার সোহরাব শিকদারের ছেলে নূর মোহাম্মদ পলাশ (২১), একই এলাকার সাহাবুদ্দীন এর ছেলে মো. সুজন শিকদার (২০), হাজী আ. সাত্তারের ছেলে মো. ফেরদৌস (২৫)। অপরজন ধামরাইয়ের জাঙ্গালিয়া গ্রামের মৃত মো. আলীর ছেলে কবির হোসেন (৩০)।
এ ঘটনায় অভিযুক্ত আ. রাজ্জাক (৩০) নামে আরও একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
খোজ নিয়ে জানা যায়, ওই গৃহবধূ তার স্বামীকে নিয়ে কাঠগড়ার দোকাঠি এলাকায় নতুন বাসা খোঁজার উদ্দেশ্যে গেলে স্থানীয় বখাটেরা তাদের গতিরোধ করে। এরপর ওই গৃহবধূর স্বামীকে আটকে রেখে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ওই নারীকে পাঁচ যুবক সংঘবদ্ধভাবে ধর্ষণ করে পালিয়ে যায়।
এরপর স্থানীয়দের সহায়তায় ওই গৃহবধূ এবং তার স্বামীকে উদ্ধার করা হয়।
এ ঘটনার পর নির্যাতিতা ওই গৃহবধূ আশুলিয়া থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, খবর পেয়ে আমরা আশুলিয়ার কাঠগড়ায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার ধর্ষণকারীকে গ্রেফতার করেছি।
পলাতক রাজ্জাককে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জিয়াউল ইসলাম।