স্বাভাবিক অবস্থায় হাটহাজারী, বাবুনগরী বললেন: একক কোনো সিদ্ধান্ত চলবে না
ইমান২৪.কম: ছাত্রদের অধিকার আন্দোলন ও আল্লামা আহমদ শফী রহ.-এর ইন্তেকালের ঘটনার পর স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে চট্টগ্রামের জামিআতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসারা।
গত সোমবার বাদ যোহর মাদরাসার মসজিদে ছাত্রদের সামনে বক্তব্য দেন হাটহাজারী মাদরাসার নাযেমে তালিমাত (শিক্ষা সচিব) মাওলানা জুনায়েদ বাবুনগরী। ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা আমাদের বাগানের ফুল।
বাগানের ফুল না থাকলে বাগানের কোনো মূল্য থাকে না। আবার পড়াশোনা শুরু করো। বিনা প্রয়োজনে বাইরে যাবে না। এখনো পরিস্থিতি খারাপ। যদি বাইরে কিছু হয় তাহলে হয়ত আমরা কিছু করতে পারব না।’
তিনি আরো বলেন, ‘নিয়মতান্ত্রিকভাবে মঙ্গলবার থেকে সবক শুরু। সিট, তালিমাত (শিক্ষা) সংক্রান্ত তোমাদেরকে আর কোনো হয়রানি করা হবে না।
এবং একক কোনো সিদ্ধান্ত চলবে না। তিন সদস্যের যে পরিচলানা কমিটি শূরা গঠন করে দিয়েছে, তারাই সব সিদ্ধান্ত নেবেন। আর আগামীকাল থেকে তোমাদের খানা জারি।’
মজলিসে আরো উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার পরিচালনা কমিটির প্রধান মুফতী আবদুস সালাম। এদিকে এই ঘোষণার পর পূর্ণ স্বাভাবিক অবস্থা বিরাজ করছে হাটহাজারী মাদরাসায়।
দু’দিন থেকে হাইআতুল উলয়ার দাওরায়ে হাদীসের পরীক্ষা গ্রহণ চলছে। ইতোমধ্যে অন্যান্য ক্লাসের সবকও আরম্ভ হয়েছে। পাশাপাশি পূর্ব ঘোষণা অনুযায়ী গতকালই সকল ছাত্রের খাবার জারি করে দেওয়া হয়েছে।