স্ত্রীর অনৈতিক সম্পর্ক, প্রকাশ্যে কুপিয়ে মারলেন স্বামী
ইমান২৪.কম: নেত্রকোণা পৌর শহরের নাগড়া এলাকায় সড়কে ফেলে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার দায়ে স্ত্রী ঝুমাকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা করেছে ঝালমুড়ি বিক্রেতা স্বামী বীরবল চৌহান। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
কুপিয়ে হত্যার পরপরই প্রত্যক্ষদর্শী স্পর্শ সাহা, পিয়াস ইসলাম ও আরমান কবির রাফি বীরবলকে অস্ত্রসহ আটক করে।
এ সময় স্বামী বীরবল চৌহানের হাতে মারাত্মক আহত স্ত্রী ঝুমা চৌহানকে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নেত্রকোণা মডেল থানার পুলিশ ছুটে গেলে জনতার হাতে আটক বীরবলকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। বীরবল পৌর শহরের নাগড়া ঢাকাইয়া পট্টির বাসিন্দা। তিনি মৃত রাম সিংহের ছেলে। তার স্ত্রী ঝুমা চৌহান সদর উপজেলার বাংলা ইউনিয়নের অজিত দাসের মেয়ে।
এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার ওসি মো. বোরহান উদ্দিন খান ঝালমুড়ি বিক্রেতা বীরবলের বরাত দিয়ে জানান, ঝুমা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল। গত ৩ মাস ধরে স্বামীর ঘর ছাড়া সে। অথচ এলাকায় থেকেই অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল সে। ঝুমা গতকালও হত্যার আগে অনৈতিক কর্মকাণ্ড করে আসে বলে দাবি বীরবলের।
ওসি আরও জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিকে আটক করা হয়েছে।
এ দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম ও সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল।
সূত্রঃ দৈনিক অধিকার
আরও পড়ুন: জাতীয় পার্টিতে পদত্যাগের হিড়িক; কার্যালয়ে তালা!
ক্ষমতা হারালে কেউ রেহাই পাবেন না বাছাধন: আইনমন্ত্রী
এসপি-ডিসি সবকিছুই তাদের, সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে: পার্থ
জামায়াতের মধ্যেও অনেক মুক্তিযোদ্ধা আছেন : সংবাদ সম্মেলনে নজরুল
এবার ড. কামালের করফাঁকির তথ্যপ্রমাণ সংগ্রহে মাঠে নেমেছে দুদক
গায়েবি মামলায় মনোনয়ন পাওয়া বিএনপি নেতা খায়রুল কবির খোকন কারাগারে