স্কুল–কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে রাসুলের জীবনী অন্তর্ভুক্ত করুন : অধ্যক্ষ মিজান
ইমান টোয়েন্টিফোর ডটকম: পাঠ্যসূচিতে রাসুল সা. এর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন অধ্যক্ষ মিজানুর রহমান ( পীর সাহেব দেওনা)। তিনি বলেন,পাঠ্যসূচিতে রাসুলের জীবনী অন্তর্ভুক্ত করতে হবে। স্কুল–কলেজ-বিশ্ববিদ্যালয়ে রাসুলের জীবনী বলতে কিছুই নাই। যা পড়ানো হয় তা শুধু মাদরাসায়। রাসুলের মুহাব্বত ছাড়া খতমে নবুওয়াতের দাবি বাস্তবায়ন সম্ভব নয়।
তমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া কলেজ ময়দানে খতমে নবুওয়াত মহাসম্মেলন খতমে নবুওয়াত মহাসম্মেলনে
খতমে নবুওয়াত আন্দোলনের দাবিটি দীর্ঘদিনের। শায়খুল হাদীস রহ. ও খতিব সাহেব রহ.। কিন্তু সেটা সে অবস্থায় থাকেনি। সঠিক সিদ্ধান্ত না থাকার কারণে সেটা আর থাকেনি। এখন আমাদের কাজ হলো,এ আন্দোলন যে প্রাণের দাবি, সে লক্ষ্যে কাজ করা দরকার। আন্দোলন হতে হবে সুদূরপ্রসারী। প্রত্যেক ঘরে ঘরে এ আন্দোলন নিয়ে যেতে হবে।
মহাসম্মেলন সভাপতিত্ব করছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর।
ইমান টোয়েন্টিফোর ডটকম / এস এম