সৌদি যুবরাজ সালমানকে হত্যার চেষ্টা!
ইমান২৪.কম: সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান দাবি করেছেন, তাকে হত্যার চেষ্টা করেছিল একটি সন্ত্রাসী গোষ্ঠী। ওই গোষ্ঠীর সদস্যদের মিসরের সিনাই উপত্যকা থেকে চলতি বছর গ্রেপ্তার করা হয়।
গত পহেলা নভেম্বর রিয়াদে সফরকারী একটি খ্রিস্টান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে যুবরাজ এই তথ্য জানান। সন্ত্রাসীদের সেলে সৌদি নাগরিকও আছে বলে তার দাবি।
প্রতিনিধি দলের প্রধান জোয়েল রোজেনবার্গ যুবরাজের উদ্ধৃতি দিয়ে জানান, সাংবাদিক খাশোগিকে হত্যার ঘটনা মারাত্মক অপরাধ। তিনি এটাকে সমর্থন করেন না এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির মুখোমুখি করবেন। বিরোধীরা হত্যাকাণ্ডের সঙ্গে তাকে জড়াচ্ছে বলেও সৌদি যুবরাজ দাবি করেন।
রোজেনবার্গ জানান, দুই ঘণ্টার বৈঠকে যুবরাজ ফিলিস্তিন-ইসরাইল ও রিয়াদ-ইসরাইল সম্পর্ক নিয়েই ৯০ মিনিট কথা বলেন। জেরুজালেম পোস্টের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
আরও পড়ুন: রাজপথে আন্দোলনের কোনো বিকল্প নেই: নজরুল
এখন সংকট আরও কঠিন, আরও ভয়াবহ: মির্জা ফখরুল
আ. লীগের মনোনয়ন ফরম কিনলেন ব্যারিস্টার নাজমুল হুদা
ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করে সরকার গঠন করবো: বঙ্গবীর কাদের সিদ্দিকী
বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই : কাদের