সৌদিতে শুরু হতে যাচ্ছে নারীদের রেসলিং

ইমান২৪.কম: এই প্রথমবারের মতো সৌদি আরবে নারীদের রেসলিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে এই রেসলিং অনুষ্ঠিত হবে।

সৌদি গেজেটের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে। ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) জানিয়েছে, সৌদিতে আয়োজিত নারী রেসলিংয়ের প্রথম ম্যাচে কানাডার নারী রেসলার নাটালিয়া

এবং মার্কিন নারী রেসলার লেসি এভান্স মুখোমুখি হবেন। এর আগে, সৌদিতে গত বছর রেসলিংয়ের আয়োজন করা হয়। সেটা সরাসরি টেলিভিশনে সম্প্রচারও করা হয়েছিল। সে সময় শুধুমাত্র পুরুষদের

ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং নারীদের ম্যাচ বাতিল করা হয়েছিল। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি নাগরিকদের বিনোদনের পরিধি বাড়াতে এমন আয়োজন করা হয়েছে। রাজধানী রিয়াদে দুই মাসব্যাপী

সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সৌদি কর্তৃপক্ষ। সেখানে শতাধিক ভিন্ন ভিন্ন রকমের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। তারই অংশ হিসেবে এই রেসলিংয়ের আয়োজন করা হয়েছে। ধর্মীয় মহল বলছে,

সৌদি যুবরাজ সংস্কারের নামে পশ্চিমা রীতিনীতিই বাস্তবায়ন করছেন পবিত্র এই ভূমিতে। প্রকাশ্যে নারীদের রেসলিংয়ের আয়োজন করে পবিত্র ভূমির অসম্মান করছেন। সৌদির উচিৎ অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া। নয়ত পুরো বিশ্বের মুসলমানদের মনে আঘাত লাগবে।

ফেসবুকে লাইক দিন