সৌদি’তে রিয়াদ সিজন নামে অপসং’স্কৃতির সয়লাব, উদ্বি’গ্ন সচেতন মহল
ইমান২৪.কম: রিয়াদ সিজন নামে অপসংকৃতির এক অনুষ্ঠান সৌদিতে চলছে বলে জানা গেছে, যাতে নারী পুরুষের অবাধ মেলামেশা,
উদ্দাম নৃত্য, রংয়ের মাখামাখি হচ্ছে, যা ইসলামে স্মৃতিধারণকারী দেশটির জন্যে সবচেয়ে অপমানকর। সৌদির জাতীয় বিনোদন কর্তৃপক্ষের অধীনে এ সব কর্মকান্ড
চলছে বলে জানা গেছে। সৌদির ধর্মপ্রাণ সচেতন মহল থেকে জাতীয় বিনোদন কর্তৃপক্ষের সমালোচনা করে বলা হয়েছে, কর্তৃপক্ষের এহেন উদার নীতি সৌদিকে
চারিত্রিক অধ:পতনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। সচেতন মহল থেকে সৌদি সরকারের সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা সংস্থাকে পুনরায়
সক্রিয় করার দাবি জানানো হয়েছে। প্রসঙ্গত, রিয়াদ সিজন নামে এ অনুষ্ঠানটি ডিসেম্বর ১৫ পর্যন্ত চলবে। সূত্র: বিবিসি, আরব নিউজ,