সৌদিতে বিনোদনের নামে অ’শ্লীলতার সমালোচনা করায় আরো এক আলেম গ্রেপ্তার

ইমান২৪.কম: রাষ্ট্রীয়ভাবে অ’শ্লীলতার প্রচার ও প্রসাররের সমালোচনা করায় সৌদি আরবে গ্রেফতার করা হয়েছে ইমাম মুহাম্মাদ ইবনে সৌদ ইসলামিক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক শেখ আব্দুল রহমান আল-মাহমুদকে।

বুধবার তাঁকে গ্রেফতার করা হয়। সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নেতৃত্বে দেশটিতে কথিত সংস্কার শুরু হয়েছে। এর আওতায় দেশটির নতুন বিনোদননীতি ঘোষণা করা হয়েছে।

ফলে সৌদি আরবে সিনেমা হল ও রেস্তোরাঁয় গান পরিবেশন করা যাচ্ছে। এসব কর্মকাণ্ড শুরু হওয়ার পর সমালোচনাকারীদের গ্রেফতারের অভিযোগ উঠেছে মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে।

২০১৭ সালে কয়েকজন শিক্ষার্থীর সামনে উপস্থাপিত একটি কর্মসূচির জন্য শেখ আব্দুল রহমানকে গ্রেফতার করা হয়েছে।

ওই সময় তিনি সৌদি আরবের বিনোদন কর্তৃপক্ষকে ধর্ম অবমাননাকারী হিসেবে আখ্যায়িত করেছিলেন এবং এর ফলে সমাজ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে বলেও সতর্ক করেছিলেন।

ওতাইবা আদিবাসী নেতা ফয়সাল বিন সুলতান বিন জাহজাহ বিন হুমাইদকে গ্রেফতারের পর এই সৌদি শেখকে গ্রেফতার করার খবর জানা গেলো। ফয়সালকেও গ্রেফতার করা হয়েছিল বিনোদন কর্তৃপক্ষের সভাপতি তুর্কি আল-শেখের সমালোচনা করার জন্য।

টুইটারে ফয়সাল দাবি করেছিলেন, বিনোদননীতি বাস্তবায়ন ধর্মীয় বিশ্বাসের সঙ্গে খাপ খায় না। এর আগে একই অভিযোগে কর্তৃপক্ষ কবি হামৌদ বিন কাসি আল-সবাইয়ি ও ভিডিও ডিজাইন কনসাল বিন সুবাইয়িকে গ্রেফতা করেছে।

ফেসবুকে লাইক দিন