সুনামগঞ্জে ছেলের হাতে মা খুন, গলাকাটা লাশ উদ্ধার
ইমান২৪.কম: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জালালপুর গ্রামে বসতঘর থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্দ্যায় আফিয়া বেগম (৪২) নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই নারীর ছেলে সবুজকে (২৪) আটক করেছে পুলিশ। আফিয়া বেগম জালালপুর গ্রামের মৃত শুকুর আলীর মেয়ে।
মান্নারগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিনার উদ্দিন জানান, সৌদি আরব ফেরত আফিয়া ছেলে সবুজকে নিয়ে বসবাস করতেন। সোমবার বিকেলে ছেলের চিৎকারে প্রতিবেশিরা এসে আফিয়ার গলাকাটা লাশ দেখতে পান। এ সময় ঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিল।
পরে প্রতিবেশিরা পুলিশে খবর দিলে পুলিশ এসে ছেলে সবুজের কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে লাশ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশীল রঞ্জন দাস জানান, বসতঘর থেকে গলাকাট লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আফিয়া বেগমের ছেলে সবুজকে (২৪) আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ তার মাকে গলা কেটে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছেন দোয়ারাবাজার থানার ওসি।
আরও পড়ুন: থানার দেয়ালে আ.লীগ নেতার মাথা থেঁতলে দিল সন্ত্রাসীরা
জমজমের পানি নিয়ে গবেষণা করে জাপানি বিজ্ঞানীর বিস্ময়!
‘ধর্ষণ ও নারী নির্যাতন বৃদ্ধির পেছনে ধর্মহীন শিক্ষা ও অশ্লীল সংস্কৃতি দায়ী’
১ হাজার ৯২ দিন পর অবশেষে মুক্তি পেলেন নিরীহ জাহালম
শিশুদের দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি, ভুয়া স্ত্রীসহ পুলিশের এসআই আটক
এখন থেকেপুলিশের বিরুদ্ধেও অভিযোগ করা যাবে সরাসরি, খোলা হয়েছে কমপ্লেইন সেল