সীমাহীন অবসরেই কাটছে বিএনপি নেতাদের সময়

ইমান২৪.কম: বারবার নির্বাচনে শোচনীয় পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না বিএনপি। ক্ষমতাসীন সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টা করেও পাওয়া যাচ্ছে না আশানুরূপ কোনো সাড়া। এ পরিস্থিতিতে হতাশায় দিন দিন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিএনপির নীতিনির্ধারকরা।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে আয়েশি জীবনযাপন করছেন। আর এর পেছনে ব্যয় হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। সেই অর্থের জোগান দিতে তিনি পদ ও মনোনয়ন বাণিজ্য করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছেন। এ নিয়েও দলের নীতিনির্ধারকরা ভীষণ ক্ষুব্ধ।

কেননা এ মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে তিনি অনেক যোগ্য ও ত্যাগী নেতাকে পদ ও মনোনয়ন-বঞ্চিত করছেন। এর ফলে দলের মধ্যে বিভক্তি চরম আকার ধারণ করেছে। উপরন্তু রয়েছে দলের জ্যেষ্ঠ নেতাদের ‘গা-ছাড়া’ মনোভাব। তারা দলের চেয়ে নিজের ব্যবসা-বাণিজ্য নিয়েই ব্যস্ত সময় পার করছেন।

এসব কারণে বিএনপির সাংগঠনিক দুর্বলতা এখন চরমে পৌঁছেছে। মিছিল-মিটিং-সমাবেশের মতো নিয়মিত কোনো কার্যক্রমও তাদের নেই। এর ফলে অনেকটা অলস সময় পার করছেন দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতারা।

তৃণমূলের বিএনপি কর্মীরা জানান, বিএনপির স্থানীয় কার্যালয়গুলোতে কোনো কার্যক্রম নেই, নেই ইউনিয়ন পর্যায়েও দলকে পুনর্গঠনের কোনো উদ্যোগ। তাই সীমাহীন অবসরে কাটে তাদের সময়।

নেতাকর্মীদের ভাষ্য, খালেদা জিয়া দায়িত্বে থাকলে অন্তত রাজনৈতিক কর্মসূচি ডাকা হতো। আর সেগুলো পালনও করা হতো। কিন্তু তারেক রহমানের হাতে দায়িত্ব যাওয়ার পর থেকেই এসব যেন জাদুঘরে চলে গেছে।

দলীয় নীতিনির্ধারকরা জানান, বিএনপির দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আর করার কিছুই নেই। বিএনপির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, তা তাদেরও জানা নেই।

ফেসবুকে লাইক দিন